ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কালিয়াকৈরে অবৈধ ক্লিনিক সিলগালা

কালিয়াকৈরে অবৈধ ক্লিনিক সিলগালা

গাজীপুরের কালিয়াকৈরে অন্য এক রোগীর ভিন্ন গ্রুপের রক্ত পুশে প্রসূতির মৃত্যুসহ নানা অনিয়মের অভিযোগে সেই অবৈধ ক্লিনিক সিলগালা করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কালিয়াকৈর ট্রাক স্টেশন এলাকার রুমাইছা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে অবৈধ ক্লিনিকটি সিলগালা করা হয়।

এলাকাবাসী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাতে রুমাইছা জেনারেল হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার নামে অবৈধ ক্লিনিকে সিজারের মাধ্যমে প্রসূতি মা খাদিজার ছেলে সন্তান হয়। কিন্তু সিজারকালিন সময় তারা অন্য এক রোগীর জন্য রাখা ভিন্ন গ্রুপের রক্ত তার শরীরে পুশ করেন। পরে সোমবার ভোররাত পৌনে ৪টার দিকে ওই প্রসূতি মা খাদিজার মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

গত মঙ্গলবার দুপুরে গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমানের নেতৃত্বে অন্য একটি টিম প্রসূতি মা খাদিজার মৃত্যুর ঘটনা তদন্ত ও পরিদর্শনে যান।

এ সময় তদন্তে অন্য রোগীর জন্য রাখা ভিন্ন গ্রুপের রক্ত পুশ করার বিষয়টি প্রমাণিত হয়েছে। এছাড়াও লাইসেন্স নবায়ন না করে অবৈধভাবে নানা অনিয়মের মাধ্যমে ওই ক্লিনিকটি পরিচালিত করা হচ্ছিল। ওই প্রসূতির মৃত্যুসহ নানা অভিযোগে অবৈধ ক্লিনিকটি সিলগালা করার নির্দেশ দেন ওই সিভিল সার্জন। তার নির্দেশক্রমে গতকাল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে ওই অবৈধ ক্লিনিকটি সিলগালা করে উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদিয়া তাসলিম মুনমুন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আরমান আলীসহ উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ সদস্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত