
নাটোরের লালপুরে বিকাশ, নগদ ও ইমো প্রতারণার মাধ্যমে অর্থ আদায়কারী একটি চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদকদ্রব্যসহ প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার পানসিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে ৬টি স্মার্টফোন, ৪টি বাটন ফোন, ১৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং ২৩টি সিম কার্ড উদ্ধার করা হয়।
আটকরা হলেন- নওপাড়া গ্রামের তোফাজ্জল হোসেন চেয়ারম্যানের ছেলে সাইফুল ইসলাম তুহিন (২২), পানসিপাড়া গ্রামের সোলেমান প্রামাণিকের ছেলে নাজমুল আলী (২০), বাচ্চু মণ্ডলের ছেলে, আ. আল বায়েজিদ (২০)। নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। তিনি বলেন, হ্যাকিং প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। মোবাইলে প্রতারণা এবং হ্যাকিংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।