ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মধুখালীতে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মধুখালীতে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ফরিদপুরের মধুখালীতে দীর্ঘ এক যুগ পর উপজেলা ও পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শাহাবুদ্দিন আহমেদ সতেজ কে সভাপতি আব্দুল আলিম মানিককে সাধারণ সম্পাদ করে উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট কমিটি এবং হায়দার আলী মোল্লাকে সভাপতি ও ইয়াসিন বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি ফরিদপুর জেলা কমিটি অনুমোদন করে এ কমিটি ঘোষণা করেন। গতকাল শুক্রবার মধুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে এ কমিটির নেতাদেরকে পরিচয করিযে দেন বাংলাদেশের জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।

নবগঠিত কমিটির পরিচিতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মধুখালী উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টুসহ দলীয় নেতাকর্মীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত