
কিশোরগঞ্জের হোসেনপুর ঝড় বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দমকা বাতাসে অনেক জমির ফসল নুয়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধান, কলাগাছ, শীতকালীন সবজি ও বরজে। গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হঠাৎ ঝড়ো বাতাস আর বৃষ্টি শুরু হয়। ঝড় অল্প সময় স্থায়ী হলেও কয়েক ঘণ্টা স্থায়ী হয় বৃষ্টিপাত। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সব চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রোপা আমন ধান ও কলাবাগানে। গতকাল শুক্রবার সকালে ছয়টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাটিতে নুয়ে পড়েছে ধান, ভেঙে গেছে বাগানের কলাগাছ। অনেক খেতের ভুট্টাগাছও ভেঙে পড়েছে। কোনো কোনো স্থানে পানের বরজের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিতে ফুলকপি, লাউ, লালশাক, মুলা, শিমসহ অন্যান্য ফসলেরও ক্ষতির শঙ্কা করছেন কৃষকেরা। তবে কী পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি কৃষি বিভাগ।
উপজেলার জিনারী ইউনিয়নের চরকাটি হারী গ্রামের কৃষক সাইফুল জানান, দুই বিঘা জমিতে ধান ছিল। রাতের ঝড়ে খেতের এক-তৃতীয়াংশ গাছ মাটিতে পড়ে গেছে। কতটুকু ফলন আসবে জানি না।