ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

যমুনা রেল সেতুর পিলারে ফাটলের ছবি গুজব

জানাল কর্তৃপক্ষ
যমুনা রেল সেতুর পিলারে ফাটলের ছবি গুজব

গত বৃহস্পতিবার একাধিক ফেসবুক পেজে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের একাধিক ছবি পোস্ট করে। একটি ফেসবুক গ্রুপ থেকে নবনির্মিত যমুনা রেলসেতুর পিলারে ফাটলের চিহ্নসহ একটি ছবি দিয়ে পোস্ট দেওয়া হয়। পরবর্তীতে উল্লিখিত বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আরও কয়েকটি ছবি আপলোড করে যমুনা রেলসেতুতে ফাটল পড়ার গুজব ছড়ানো হয়। এতে সিরাজগঞ্জসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় এসব পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। রেলসেতুর পিলার ভেঙে যাওয়ার দৃশ্যের ২১টি ছবি ফেসবুকে আপলোড করা হয়।

যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের সহকারী প্রধান প্রকৌশলী নাইমুল হক বলেন, ওই সেতুর কোথাও কোনো ফাটল ধরেনি এবং কোনো পিলারেও ফাটলের চিহ্ন নেই। একটি কুচক্রি মহল এআই প্রযুক্তি ব্যবহার করে রেলসেতুর পিলারে ফাটলের ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে এই গুজব ছড়িয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত