
কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে হাওরের পানিতে ডুবে একই গ্রামের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম আলীনগর গ্রামের পাশের হাওরে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুরা হলো- আলীনগর গ্রামের আবুল কালামের ছেলে মো. মিশকাত (৫), মাসুক মিয়ার ছেলে মো. মাহিদ (৬) এবং সাত্তার মিয়ার ছেলে তাজিল মিয়া (৫)।
দেওঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন বলেন, গতকাল বিকালে পাশাপাশি বাড়ির তিন শিশু তাদের বাড়ির সামনে খেলা করছিল। পরে দীর্ঘ সময় তাদের না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় বাড়ির পাশে হাওরে পানিতে নেমে খুঁজে তিনজনের লাশ উদ্ধার করে স্থানীয়রা।
এদের মধ্যে স্বজনরা একজনকে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।