ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিএনপি নেতা ফয়সাল চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

বিএনপি নেতা ফয়সাল চৌধুরীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

নীলফামারীর জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

তাকে দলের প্রাথমিক সদস্য পদ দিয়ে পুনর্বহাল করেছে কেন্দ্রীয় বিএনপি। গত শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে জলঢাকা উপজেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। এ উপলক্ষে পৌরশহরের বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেন তারা। নেতাকর্মীরা জানান, বিএনপির জনপ্রিয়, কর্মীবান্ধব ও গ্রহণযোগ্য নেতৃত্ব ফিরে আসায় সাংগঠনিক কাজে পুনরায় গতি সঞ্চার হবে।

এ বিষয়ে কমেট চৌধুরী জানান, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আবারও সক্রিয়ভাবে কাজ করার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। তিনি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় ও জেলা নেতাদেরকে ধন্যবাদ জানান।

এ সময় তিনি বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন। এদিকে কমেট চৌধুরীর অনুসারীরা জানান, তিনি দলে ফিরে আসায় উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি পুনরায় চাঙ্গা হবে এবং মাঠের রাজনীতিতে নতুন উদ্দীপনা তৈরি করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত