ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ক্যান্সারে মারা গেলেন তিন বস্তা টাকা জমানো ভিক্ষুক

ক্যান্সারে মারা গেলেন তিন বস্তা টাকা জমানো ভিক্ষুক

সিরাজগঞ্জে ক্যান্সারে মারা গেলেন তিন বস্তা টাকা জমানো সেই বৃদ্ধা ভিক্ষুক সালেহা বেগম। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার কওমী জুটমিলের পরিত্যক্ত কোয়ার্টারে থাকতেন এবং তিনি একই এলাকার মাছুমপুর মহল্লার মৃত আব্দুস ছালামের স্ত্রী। গত শুক্রবার রাতে বগুড়া শজিমেক হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সালেহা বেগম এলাকায় ছালে পাগলি’ নামে পরিচিত ছিলেন। তিনি অসুস্থ হয়ে পড়লে মাছুমপুর মহল্লার একটি বাড়িতে আশ্রয় নেন। এদিকে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে পরিত্যক্ত ওই কোয়ার্টার থেকে ২ বস্তা টাকা উদ্ধার করে স্থানীয়রা। ওই বস্তায় রক্ষিত ১ লাখ ২৬ হাজার ২৫৩ টাকা পাওয়া যায় এবং এরপর একই স্থান থেকে আরও ১ বস্তায় ১ লাখ ৭৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

স্থানীয়রা বলছেন, তিনি ভিক্ষাবৃত্তি করে উল্লেখিত টাকা জমা করেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে গত দুদিন আগে বগুড়ার ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে ক্যান্সার রোগে তিনি মারা যান। তার মেয়ে স্বপ্না খাতুন সাংবাদিকদের বলেন, আমার মা কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি অস্স্থু হয়ে পড়লে প্রথমে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২ দিন আগে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ক্যান্সার রোগ ধরা পড়ে এবং চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে তিনি মারা যান। গতকাল শনিবার সকালে জানাযা শেষে স্থানীয় কান্দাপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত