
বিআরটিএ রংপুর বিভাগের আওতাধীন লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৫ পরিবারের মধ্যে মোট ১ কোটি ৯৭ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বিআরটিএ রংপুর সার্কেল।
গতকাল শনিবার সকালে রংপুর জেলা প্রশাসন ও বিআরটিএ রংপুর সার্কেলের আয়োজনে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সড়কে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে অর্থের চেক হস্তান্তর করেন বিআরটিএর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ। চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএর চেয়ারম্যান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের চিন্তা করেই এমন উদ্যোগ গ্রহণ করেছে সরকার। সড়ক দুর্ঘটনার পর থেকে ৩০ দিনের মধ্যে বিআরটিএ কার্যালয়ে আবেদন করতে হবে। আবেদন হলে ব্যবস্থা থাকলেও সময় বৃদ্ধি করে ৬০ দিন করার বিষয়ে কাজ করছেন তারা। এনালগ পদ্ধতিতে সরাসরি আবেদন করতে হবে। অনলাইন করার জন্য কাজ চলছে। তাই যদি কোথাও সড়ক দুর্ঘটনায় আহত-নিহত হয় তবে তাকে ৩০ দিনের মধ্যে বিআরটিএ অফিসে এসে আবেদন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক শফিকুল আলম সরকারসহ লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলা বিআরটিএ অফিস কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য- রংপুর বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলায় মোট ৪৫টি পরিবারের মধ্যে মোট ১ কোটি ৯৭ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে লালমনিরহাট জেলায় ৩ জনের মধ্যে ১১ লাখ, রংপুরে ২১ জনের মধ্যে ৮৩ লাখ, গাইবান্ধায় ১১ জনের মধ্যে ৫৩ লাখ ও কুড়িগ্রামে ১০ জনের মধ্যে ৫০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।