
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা সড়কের আনছার খাঁর পুকুরপাড় এলাকায় গতকাল শনিবার সকালে অটোরিকশা খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন।
নিহতরা হলেন- উপজেলার মহিষখোচা ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া ব্রহ্মত্তর গ্রামের বকুল মিয়া (৬৫) এবং একই ইউনিয়নের কচুমুড়া বারহাত কালী এলাকার মেছের আলীর জামাতা আতিকুল ইসলাম আতিক (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহিষখোচা বাজার থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি অটোরিকশা আদিতমারীর দিকে যাচ্ছিল। পথে আনছার খাঁর পুকুরপাড় এলাকায় ওই অটোরিকশায় ওঠেন আতিকুল ইসলাম আতিক।