ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আড়াই কেজির ইলিশ ৯২০০ টাকায় বিক্রি

আড়াই কেজির ইলিশ ৯২০০ টাকায় বিক্রি

লক্ষ্মীপুরের কমলনগরে জেলেদের জালে ধরা পড়া আড়াই কেজি ওজনের একটি ইলিশ মাছ ৯২০০ টাকায় বিক্রি করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার মতিরহাট মাছঘাট থেকে মৎস্য ব্যবসায়ী আমির ব্যাপারী মাছটি কিনে নেন। গত শনিবার রাতে বঙ্গোপসাগরে জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, ভোলার দৌলতখাঁন এলাকার জেলে সাদ্দাম হোসেন ১৫ জন সহযোগী নিয়ে সাগরে মাছ শিকারে যান। গত শনিবার রাতে তারা সাগরে জাল ফেললে অন্যান্য ইলিশের সঙ্গে ওই বড় ইলিশটিও ধরা পড়ে। পরে মাছটি মতিরহাট মাছঘাটের আড়তে আনা হলে নিলামে ৯২০০ টাকায় বিক্রি হয়।

আড়তদার বাবুল হোসেন বলেন, জেলে সাদ্দাম অনেকগুলো মাছসহ বড় ইলিশটি আড়তে নিয়ে আসেন। ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে প্রথম দিনেই একটি বড় ইলিশ আড়তে এসেছে। বেশি দামেই বিক্রি হয়েছে। সচরাচর এত বড় ইলিশ ধরা পড়ে না। ব্যবসায়ী আমির হোসেন বলেন, আড়াই কেজি ওজনের ইলিশটি ৯২০০ টাকায় কিনেছি। ঢাকার মোকামে বড় ইলিশের প্রচুর চাহিদা রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত