
ঝিনাইদহের শৈলকুপায় মানসিক প্রতিবন্ধী শ্বশুরের বটির কোপে পুত্রবধূ নিহত হয়েছেন। গতকাল রোববার ভোরে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা খাতুন ওই গ্রামের আব্দুর রবের স্ত্রী।
স্থানীয়রা জানায়, ভোররাতে লিমা খাতুন প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হয়। সে সময় শ্বশুর মুকুল শেখ ধারালো বটি দিয়ে তাকে আঘাত করে। লিমার আত্মচিকৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।