ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গৃহবধূ হত্যায় স্বামী গ্রেপ্তার

গৃহবধূ হত্যায় স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যায় স্বামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০, ফরিদপুর ক্যাম্পের একটি দল। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-১০, ফরিদপুর ক্যাম্প শহরের গোয়ালচামট এলাকায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

র‌্যাবের স্কোয়াড লিডার ও কোম্পানি কমান্ডার মোহাম্মদ তারিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের জানান। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম সৌরভ কুমার দাস (২২)। তিনি তার স্ত্রী ঝর্ণা ওরফে বন্যাকে (২১) নিয়ে মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলা এলাকার নজরুল ইসলামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গত ২০ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টার মধ্যে ওই ভাড়াবাড়িতেই হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনায় পরদিন ২১ অক্টোবর নিহত ঝর্ণার মা শেফালী রানী বাদী হয়ে সৌরভকে প্রধান আসামি করে মধুখালী থানায় একটি হত্যা মামলা করেন। ঘটনার পর থেকেই সৌরভ পলাতক ছিলেন। র‌্যাব জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা নিহতের স্বামী সৌরভকে আইনের আওতায় আনতে র‌্যাব-১০-এর অধিনায়কের কাছে আবেদন করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত