
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে এক নারীকে ভারতে পাচারকালে দুই মানব পাচারকারীকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
এসময় উদ্ধার করা হয়েছে ওই নারীকে। গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার কুলিয়াডাঙ্গা গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আবুল কালাম (৭৪) ও তার ছেলে ইমরান হোসেন (২৩)। উদ্ধার নারীর বাড়ি নড়াইল জেলার লোহাগড়া থানার দাশেরডাঙ্গা গ্রামে।
গতকাল রোববার সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শনিবার বিকালে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের কুলিয়াডাঙ্গা এলাকা থেকে তাদের আটক করা হয় এবং ওই নারীকে উদ্ধার করা হয়। এর পর রাতে মামলার পর তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল জানান, আটক দুই মানবপাচারকারীসহ পাচারের সঙ্গে জড়িত পলাতক আরো ১৫ জন আসামির নাম উল্লেখ করে রাতেই থানায় মামলা দায়ের এবং দুই পাচারকারীসহ উদ্ধার হওয়া নারীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দুই পাচারকারীসহ উদ্ধার হওয়া নারীকে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।