ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের ৫৯ নেতার পদত্যাগ

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের ৫৯ নেতার পদত্যাগ

গণঅধিকার পরিষদের নবগঠিত গোপালগঞ্জ জেলা কমিটিতে যুবলীগ ও এনসিপি নেতাদের অন্তর্ভুক্তি এবং বিভাগীয় উপ-কমিটির স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে সভাপতি আল আমিন সরদারসহ ৫৯ জন নেতা একযোগে পদত্যাগ করেছেন। গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. আল আমিন সরদার। এরআগে গত রোববার তারা কেন্দ্রীয় কমিটির ইমেইলে পদত্যাগপত্র পাঠান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কমিটি ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়।

৭৯ সদস্য বিশিষ্ট এই কমিটির মধ্যে ৫৯ জন সদস্য পদত্যাগের সিদ্ধান্ত নেন। তাদের অভিযোগ কমিটি গঠন প্রক্রিয়ায় দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের ত্যাগ-তিতিক্ষা উপেক্ষা করা হয়েছে। অনেক পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতাকে বাদ দিয়ে ব্যক্তিকেন্দ্রিকতা ও পক্ষপাতমূলকভাবে পদ বণ্টন করা হয়েছে।

তারা আরও জানিয়েছেন, আস্থা ও ন্যায়বিচারহীন কমিটিতে দায়িত্ব পালন সম্ভব নয়। তবে সংগঠনের মূল আদর্শ ও গণমানুষের রাজনীতিতে তারা এখনও বিশ্বাসী বলেও জানিয়েছেন পদত্যাগকারী নেতারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত