ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সমাজ পরিবর্তনে কাজ করছেন তরুণ উদ্যোক্তা ইলিয়াস

সমাজ পরিবর্তনে কাজ করছেন তরুণ উদ্যোক্তা ইলিয়াস

বেকারত্ব কমানো এবং নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করছেন তরুণ উদ্যোক্তা মো. মাহবুব হাসান ইলিয়াস। তিনি প্রতিষ্ঠা করেছেন ‘নিউ-রাইজ সাসটেইন ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম’ নামে একটি প্রতিষ্ঠান, যা এরইমধ্যে আরজেএসসি থেকে অনুমোদন পেয়ে সরকার স্বীকৃত কোম্পানিতে পরিণত হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি নেত্রকোনার কলমাকান্দা ছাড়াও ছয়টি উপজেলায় মোট আটটি শাখা রয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণ মানুষকে অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। যারা অল্প আয়ের কারণে দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সংগ্রহে হিমশিম খাচ্ছেন, তাদের সহায়তায় সহজ কিস্তিতে দেওয়া হচ্ছে মোবাইল, ফার্নিচার, গৃহস্থালি ও প্রযুক্তিপণ্য। ফলে আর্থিক চাপ ছাড়াই তারা আধুনিক জীবনের সুবিধা গ্রহণ করতে পারছেন।

এছাড়া প্রতিষ্ঠানটি পরিচালনা করছে সমাজসেবামূলক নানা কার্যক্রম। এরমধ্যে রয়েছে ‘আলোর মঞ্চ’ নামের একটি বিদ্যালয়, যেখানে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে প্রাক-প্রাথমিক শিক্ষা দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি, অসহায় মানুষের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করছে। এ বিষয়ে জানতে চাইলে মো. মাহবুব হাসান ইলিয়াস বলেন, ‘আমি শুধু ব্যবসার জন্য এই প্রতিষ্ঠান তৈরি করিনি। আমার মূল লক্ষ্য হলো সাধারণ মানুষ যেন সম্মানের সঙ্গে তাদের প্রয়োজন মেটাতে পারেন।’ তিনি আরও বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষদের জন্য এমন সুযোগ তৈরি করছে, যাতে তারা সহজ শর্তে প্রয়োজনীয় পণ্য ব্যবহার করতে পারেন।’

তিনি জানান, বর্তমানে কোম্পানিটি বিভিন্ন এলাকায় কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে। এতে তরুণরা স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছেন। তরুণ উদ্যোক্তা মাহবুব হাসান ইলিয়াসের বিশ্বাস তরুণদের উদ্যোগই পারে দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তি দিতে। তার ভাষায়, ‘যদি আমরা নিজেরা উদ্যোগ না নিই, তবে পরিবর্তন কখনও আসবে না। তাই তরুণদের মেধা, সাহস ও সৃজনশীলতা দিয়েই সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে হবে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত