
গাজীপুরের টঙ্গীতে এক মসজিদের ইমামকে অপহরণ ও নির্যাতনের প্রতিবাদে শেরপুরের নকলায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভাসহ ইসকন নিষিদ্ধের দাবি জানানো হয়েছে। গতকাল বিকালে নকলা কাচারী জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নালিতাবাড়ী মোড়ের নিউমার্কেটের সামনে ঢাকা-শেরপুর মহাসড়কে প্রতিবাদ সভা করা হয়। উপজেলা ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আনসারুল্লাহ তারার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মুফতি আব্দুল জলিল কাসেমী, মাওলানা শামছুল হুদা জিহাদী, মুফতি মনিরুল ইসলাম হালিমী, হাফেজ সায়েদুল ইসলাম, মুফতি তোফায়েল আলম কাসেমীসহ ইসলামী সংগঠনের নেতারা ও বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম ও শিক্ষকরা। বক্তারা, সংশ্লিষ্ট মসজিদের ইমামকে অপহরণ ও নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে উগ্র হিন্দু ধর্মীয় সংগঠন ‘ইসকন’ নিষিদ্ধের দাবি জানিয়েছেন। বক্তারা ইসকনকে শুধু একটি ধর্মীয় গোষ্ঠী নয়, বরং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি স্বরূপ বলে অভিহিত করেন।