
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের সহকারীসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও পাঁচজন। নিহতরা হলেন- ট্রাক চালকের সহকারী বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চর দাড়িয়াল গ্রামের সাহাবুদ্দিন শেখের ছেলে মো. জসিম শেখ (২৩) ও গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত মঈন উদ্দিন লস্করের ছেলে আলমগীর লস্কর (৫৫)। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা ও টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর খবর নিশ্চিত করেছেন। গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ১১-১৯১৮) গোপালগঞ্জের চর পাথালিয়ায় বিকল হয়ে মহাসড়কের উপর দাড়িয়ে ছিল। ভোর ৫ টার দিকে দ্রুতগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ২০-৮৪৬৪) দাড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের (ঢাকা মেট্রো ট- ২০-৮৪৬৪) হেলপার মারাত্মক আহত হয়। তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, ৫৫ বছর বয়সি আলমগীর লস্কর রামচন্দ্রপুর বটতলা মসজিদ থেকে জোহরের নামাজ পড়ে বাড়ি যাওয়ার উদ্দেশে রাস্তা পার হচ্ছিলেন। পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েলকাম এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসের চালক হঠাৎ তাকে দেখতে পান। তখন চালক তাকে বাঁচাতে গিয়ে দ্রুতগামী বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে আলামগীরকে ধাক্কা দিয়ে বাসটি রাস্তার ওপর উল্টে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় কমপক্ষে পাঁচ বাসযাত্রী আহত হয়।