ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাক্টরের চাপায় স্কুলছাত্রের মৃত্যু

ট্রাক্টরের চাপায় স্কুলছাত্রের মৃত্যু

নওগাঁর পোরশায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে হাবিবুর রহমান হাবিব (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কপালির মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত হাবিবুর রহমান হাবিব নিতপুর দিয়াড়াপাড়া এলাকার আব্দুস সামাদ ওরফে সামেদ (চাক্কু) এর ছেলে ও নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, স্কুল থেকে বাড়ি ফিরছিল হাবিবুর রহমান হাবিব। পথে উপজেলার নিতপুর ইউনিয়নের কপালির মোড়ে সড়ক পারাপারের সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয়। শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা ট্রাক্টরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। ট্রাকের আগুন নিয়ন্ত্রণে নিলেও সেটি পুড়ে নষ্ট হয়ে গেছে। পোরশা থানার ওসি মিন্টু রহমান দুর্ঘটনায় নিহতের বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত