
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ঢাকা জেলা যুবদল এবং ধামরাই উপজেলা ও পৌর যুবদল। ঢাকা জেলা যুবদলের উদ্যোগে এবং ধামরাই উপজেলা ও পৌর যুবদলের সার্বিক সহযোগিতায় গত সোমবার উপজেলা পরিষদের সামনে থেকে হাজার হাজার নেতাকর্মী ও বিএনপির সমর্থকদের সমন্বয়ে ঘোড়ার গাড়ি এবং পিকআপ ও রং বে-রঙের ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে প্রায় ত্রিশ হাজার নেতাকর্মী নিয়ে র্যালিটি পৌর শহরের প্রধান বাজারের সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে এসে শেষ হয়। এ র্যালিতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এবাদুল হক জাহিদ।