
জামায়াতে ইসলামীর যশোর জেলা শাখার উদ্যোগে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তরা বলেছেন, পল্টন ট্র্যাজেডি দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় ইসলামী আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম কখনও থেমে থাকে না। সত্য ও ন্যায়ের পথে যারা অটল থাকে, তাদের ত্যাগ-সংগ্রাম ইতিহাসের পাতায় অমর হয়ে থাকে। আমরা ইসলাম, ন্যায় ও মানব কল্যাণ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি।
জামায়াতে ইসলামীর যশোর জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- যশোর ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ভিপি আব্দুল কাদের, জেলা সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম প্রমুখ।