ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কলেজছাত্র হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি

কলেজছাত্র হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবি

কুমিল্লায় কলেজছাত্র মো. তুহিন হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার জেলার বুড়িচং উপজেলার এরশাদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ এলাকাবাসী উপজেলা সদরে এ কর্মসূচি পালন করে। হত্যাকাণ্ডের শিকার তুহিন ওই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং ওই উপজেলার বাহেরচর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। এর আগে প্রেমিক যুগলকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ তুলে কলেজছাত্র তুহিনকে ধরে নিয়ে নির্যাতনের ঘটনায় ৭ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ে গত সোমবার রাতে তার মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার এ খবর কলেজসহ এলাকায় ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় এলাকার লোকজনের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত