ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জামালপুরে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু

জামালপুরে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জে নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকার ঝিনাই নদীতে ডুবে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও এক শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। বিষয়টি জানিয়েছেন জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. রফিকুল ইসলাম।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার বিকালে ঝিনাই নদীতে গোসল করতে নামে চরভাটিয়ানী আমতলী এলাকার চার শিশু। অনেক সময় হয়ে গেলেও বাড়ি ফিরে না আসায় তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে একজন ছেলে ও দুই কন্যা শিশুর লাশ উদ্ধার করে। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাৎক্ষণিক নিহত ও নিখোঁজ শিশুদের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত