
রংপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কিশোর কণ্ঠ পাঠক ফোরাম আয়োজিত মেধা বৃত্তি পরীক্ষা গতকাল রংপুর জিলা স্কুলে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থরা অংশ নেয়। পরীক্ষায় রংপুর মহানগরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে প্রায় দুই হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করে। উপস্থিতির হার ছিল ৯০ শতাংশেরও বেশি। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কিশোর কণ্ঠ পাঠক ফোরাম রংপুর মহানগর শাখার চেয়ারম্যান নুরুল হুদা, ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান, উপদেষ্টা আল আমিন হাসান, পরিচালক ওয়ালীউল্লাহ মুজাহিদ, সদস্য সাজ্জাদ হোসেনসহ ফোরামের অন্যান্য কর্মকর্তারা। =