
জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ পাঁচ শিশুর মধ্যে সর্বশেষ একজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকাল ৮টার দিকে সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকা থেকে বৈশাখী আক্তারে (৮) লাশ উদ্ধার করা হয়েছে। নিহত বৈশাখী আক্তার ওই এলাকার আবুল হোসেনের মেয়ে। মাদারগঞ্জ থানার ওসি সাইফুল্লাহ সাইফ এ তথ্য জানিয়েছেন।
নিহত পাঁচ শিশুর মধ্যে চারজনের লাশ আগেই উদ্ধার করা হয়েছিল। গত শুক্রবার বিকালে ঝিনাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় শিশুরা। পরে ফায়ার সার্ভিসের টিম সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ানি আমতলী এলাকার দুদু মিয়ার মেয়ে পলি আক্তার (১২), ছেলে আবু হোসেন (৮) এবং সরিষাবাড়ি উপজেলার বাউসি এলাকার নুর ইসলামের মেয়ে সাইবা আক্তারের (৯) লাশ উদ্ধার করে। এদের মধ্যে পলি আক্তার ও আবু হোসেন ভাইবোন।
পরদিন শনিবার দুপুরে কুলসুম আক্তার (৮) আজাদ মিয়ার মেয়েকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে। কিন্তু বৈশাখী আক্তারের সন্ধান পাওয়া যায়নি। গত শনিবার সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান স্থগিত করা হয়। গতকাল রোববার সকালে নিখোঁজ বৈশাখী আক্তারের লাশ নদীর দক্ষিণ দিকে ভেসে উঠে।