ঢাকা শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৩ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

কুষ্টিয়ায় ছাত্র জনতার বিক্ষোভ

কুষ্টিয়ায় ছাত্র জনতার বিক্ষোভ

সিভিল সার্জন কার্যালয়ের ১১৫ পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি ও পরীক্ষা বাতিলের দাবিতে গতকাল রোববার বেলা ১১টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে দুর্নীতিবিরোধী ছাত্র-জনতা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রশ্নফাঁসের ঘটনায় কুষ্টিয়ার প্রশাসনিক কাঠামোতে গভীর দুর্নীতির সংস্কৃতি প্রকাশ পেয়েছে। তারা প্রশ্ন তো?লেন, প্রশাসনের শীর্ষ পর্যায়েই যখন দুর্নীতি আশ্রয় পায় তখন সাধারণ মানুষের ভরসা কোথায় থাকবে? বক্তারা দুর্নীতিবাজদের কোনো ছাড় না দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান।

বিক্ষোভকারীরা অবিলম্বে ফাঁস হওয়া নিয়োগ পরীক্ষা বাতিল ও ১৫ দিনের মধ্যে স্বচ্ছ ও ন্যায্য পুনঃপরীক্ষা নেওয়ার দাবি জানান। পাশাপাশি আগের নিয়োগ কমিটি বাতিল করে নতুন স্বচ্ছ নিয়োগ কমিটি করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান। এর আগে গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত লিখিত পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত