ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হাটহাজারীতে ট্রমা সেন্টার পরিদর্শন

হাটহাজারীতে ট্রমা সেন্টার পরিদর্শন

খুব শিগগিরই হাটহাজারী ট্রমা সেন্টারের কার্যক্রমের উদ্বোধন হবে। পৌরসভার কাচারী সড়কস্থ ট্রমা সেন্টার পরিদর্শন শেষে আশ্বস্ত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও স্বাস্থ্য উপদেষ্টার একান্ত সচিব ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া বলেও জানান তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করে বলেন, হাটিহাজারীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হওয়ার পথে। ট্রমা সেন্টারের কার্যক্রম শুরু হলে হাটহাজারীসহ তিন পার্বত্য জেলার মানুষ উপকৃত হবে। তবে সরাসরি সরকারের পক্ষ থেকে এখনও ট্রমা সেন্টারের জনবল নিয়োগ না দিলেও আপাতত ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ প্রয়োজনীয় জনবল দেওয়া হবে। জনবল নিয়োগের জন্য বার বার লিখা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জনবল নিয়োগ হলে ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাদের উপর দায়িত্ব ন্যস্ত করবেন। এরআগে যুগ্ম সচিব হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন সবুজ উপস্থিত ছিলেন।

জানা গেছে, দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের চিকিৎসার্থে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)’র বাস্তবায়নে ২১ সালের ৪ এপ্রিল প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে কয়েকতলা বিশিষ্ট এ ট্রমা সেন্টার উদ্বোধন হয়। ভবন উদ্বোধনের সাড়ে চার বছর পার হলেও এখনও জনবল নিয়োগ দেওয়া হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত