ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চবিতে বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ

চবিতে বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক সংসদের (সিইউআইআরএস) উদ্যোগে ‘আইআর সপ্তাহ-২০২৫’ এর বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল রোববার চবি সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ও সংগঠনটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ নিয়াজ মোরশেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, সমাজবিজ্ঞান অনুষদে গবেষণার দিক থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ তুলনামূলক এগিয়ে রয়েছে। গবেষণায়-উচ্চশিক্ষায় এ বিভাগের সুনাম ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ বর্তমান প্রজন্মের পছন্দের একটি বিষয়। এ সুনাম ধরে রাখতে এ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, চবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ ফরিদুল আলম, প্রফেসর ড. সুজিত কুমার দত্ত, বিভাগের অন্যান্য শিক্ষকরা এবং বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সাধারণ সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী সাইকা আফসার ও শাহদিদ মাহবুব।

গত এক সপ্তাহব্যাপী এই আয়োজনে গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, গোলটেবিল বৈঠক, অন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা, ক্রীড়া অনুষ্ঠানও উৎসব এবং পোস্টার উপস্থাপনা প্রতিযোগিতার মতো শিক্ষামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত