ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

যুবককে কুপিয়ে হত্যায় গ্রেপ্তার চার

যুবককে কুপিয়ে হত্যায় গ্রেপ্তার চার

সোনাগাজীতে পরকীয়া নিয়ে বিরোধের জেরে সুজন (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাত ১১টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী এলাকার ফয়সল কলোনিতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মামুন হোসেন, তার স্ত্রী, শাশুড়ি ও চা দোকানদারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, জমাদার বাজারের চা দোকানদার জামশেদ আলমের সঙ্গে মামুন হোসেনের স্ত্রীর পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে সুজন গোপনে কিছু ছবি-ভিডিও সংগ্রহ করে গত রোববার রাতে মামুনের বাসায় যান।

এ সময় ছবি ও ভিডিও ধারণ ও ফেসবুকে প্রচার করা নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মামুন হোসেন, তার স্ত্রী আছমা বেগম, শাশুড়ি লিপি আক্তার ধারালো অস্ত্র দিয়ে সুজনকে কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত