ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

বালু উত্তোলন করায় জরিমানা

বালু উত্তোলন করায় জরিমানা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জঙ্গল গুনাগরী পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু ও মাটিকাটায় ৭ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রোববার উপজেলার ৫নং কালীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জঙ্গল গুনাগরী পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু ও মাটিকাটার সঙ্গে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বালু জব্দ করে স্থানীয় ইউপি সদস্যর জিম্মায় দেন। গত সোমবার বিকালে বালু উত্তোলন কাজে জড়িত থাকার অপরাধে গুনাগরী এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে এসএম মোরশেদকে ৭ লাখ টাকা জরিমানা ও ৬০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত