ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী

আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াতে ইসলামী

ভোলা চরফ্যাশনে গভীর রাতে আগুন লেগে পুড়ে ছাই হওয়া দুই বসতঘরের দুই পরিবারকে জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে জামায়াত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল এ আর্থিক অনুদান প্রদান করেন।

গত মঙ্গলবার বিকালে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ছালামত ব্যাপারী বাড়িতে পুড়ে যাওয়া বসত ঘর দুটির মালিক মোস্তফা বেপারী ও আবদুল মান্নান বেপারীর হাতে তিনি আর্থিক অনুদান তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী মাওলানা হারুন অর রশিদ, চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসাইন প্রমুখ।

এ সময় জামায়াত নেতা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সান্ত¡না দেন ও ক্ষতিগ্রস্ত পরিবারদ্বয়কে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানান। গত সোমবার রাত আড়াইটার দিকে পাশাপাশি দুই বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায় । ধারণা করা হচ্ছে ঘর দুটি পুড়ে অন্তত অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগায় ঘুমন্ত প্রতিবেশীরা আগুন নেভাতে আসতে আসতে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিবেশী ও ফায়ার সার্ভিসের চেষ্টায় ভোরের দিকে আগুন নিভানো হয়। ততক্ষণে আগুন লাগা ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বাড়ির কেউ নির্দিষ্ট করে বলতে পারেননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত