ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

রাণীশংকৈলে প্রণোদনার বীজ ও সার বিতরণ

রাণীশংকৈলে প্রণোদনার বীজ ও সার বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম হুশিয়ারি দিয়ে বলেন, আজকে যেসব প্রণোদনা দেওয়া হচ্ছে আপনারা এসব নিজে চাষ করবেন। যদি কোথাও বাজারে বিক্রি করেছেন আমরা খবর পাই তাহলে, আইন প্রয়োগ করে দণ্ডবিধি ১৮৬ দিয়ে সোজা জেল দিব।

এছাড়াও তিনি কৃষকদেয় উদ্দেশ্যে আরও বলেন, আপনারা কৃষক আপনাদের সন্তানদের পড়ালেখার পাশাপাশি কৃষি কাজের অভ্যস্ত করুন। আমিও কৃষক পরিবারের সন্তান। আমি সব কৃষি কাজ করতে পারি এবং ইউএনও হয়েছি।

গতকাল বুধবার উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষি অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ও গমের আবাদ বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতের সেক্রেটারি রজব আলী, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, আরও উপস্থিত প্রেসক্লাব সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা সদস্য সচিব মোকাররম হোসেন।

স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, সরকার ঘোষিত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে এ বছর উপজেলায় গমের বীজ ৫,২০০, সরিষা ৫,৯০০, পেঁয়াজ ৩০ জন, চিনাবাদাম ২০ জন সব সর্বমোট মোট ১১,১৫০ জন কৃষকের মধ্যে এসব সার ও বীজ বিনামূল্যে বিতরণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত