
নওগাঁর বদলগাছীতে বেগুনজোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদাত শামিম আহমেদ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে দুই বছর আগে বরখাস্ত হয়েছিলেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ওই বিদ্যালয়ে যোগদান করতে গেলে শিক্ষার্থী ও এলাকাবাসীরা বাধা প্রদান করা সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের বাধার মুখে যোগদান করতে আসা ওই প্রধান শিক্ষক পালিয়ে যান। তবে সংঘর্ষের এই ঘটনায় শিক্ষার্থীসহ ৫ আহত হয়।
স্থানীয়রা জানান, ২০২৩ সালে ৫ জুলাই ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদাত শামিম আহমেদ ও সহকারী শিক্ষিকার ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে ওই প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ডে দেওয়াসহ বিভিন্ন আন্দোলন করা হয়। পরবর্তীতে ওই প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয় এবং বিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়।
প্রায় দুই বছর পর শিক্ষক আবু সাদাত শামিম আহমেদ তার গ্রামের কিছু লোকজন নিয়ে সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করে। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ শুরু করে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে লাঠিসোঁটা ও ইটপাটকেল নিক্ষেপে দুইপক্ষ সংঘর্ষ হয়। এতে শিক্ষার্থীসহ দুইপক্ষের ৫ জন আহত হয়।