
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা নিয়ে আলোচনা ও পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী রুহুল আমিন দুলালের ধানের শীষ প্রতীকের বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শহিদ মোস্তফা খেলার মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। উপজেলা বিএনপির আহ্বায়ক রুহুল আমিন দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, পিরোজপুর-আসনের ধানের শীষের প্রার্থী আহমেদ সোহেল মঞ্জুর সুমন, মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা প্রমুখ।