
সিরাজগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ একে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় নবাগত জেলা প্রশাসক বলেন, যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী জেলা এবং উত্তর বঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ উন্নয়নের সম্ভবনা, সমস্যা ও আইনশৃঙ্খলা বিষয়েও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি আসন্ন সংসদীয় নির্বাচনে সমস্যা নিরসন বিষয়ে সাংবাদিকদের সহযোগিতার আহ্বানও জানান। এ সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না, সাংবাদিক বাবু ইসলাম, নুরুল ইসলাম রইসী, হেলাল আহমেদ, আব্দুস সামাদ সায়েম, মাহমুদুল হাসান উজ্জল, স্বপন চন্দ্র দাস, সঞ্জয়, শেখ এনামুল হক, দিলীপ কুমার গৌড়, রুবেল আহমেদ, শুভ কুমার ঘোষ, রিংকু কুন্ড প্রমুখ। এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।