ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাঘাটায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সাঘাটায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

গাইবান্ধা জেলায় নব যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সঙ্গে পরিচিতি ও মতবিনিময়ে সভা গতকাল সাঘাটা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সাঘাটা উপজেলায় কর্মরত সব দপ্তরের অফিসার, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মীর মোহাম্মদ আল কামাহ তমাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার আশরাফুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ হিশ শাফি, বোনার পাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম মাজু, পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার জালাল উদ্দিন, বোনার পাড়া এমইউ সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যক্ষ জাহিদুল ইসলাম, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী মন্ডল, কচুয়া ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী খন্দকার, মুক্তিনগর ইউপি চেয়ারম্যান আহসান হাবীব লায়ন, সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মতিউর রহমান ও বোনার পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল কাইয়ুম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত