ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে পারভেজ (৩৫) নামে এক যুবককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করেছে। গতকাল সোমবার সকালে বন্দরের ২৬নং ওয়ার্ড সোনাচোরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পারভেজ সিদ্ধিরগঞ্জের এসও এলাকার তারা মিয়ার ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে বন্দরের সোনাচোরা এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত পারভেজের স্ত্রী খাদিজা বেগম জানান, তার স্বামী পারভেজকে বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদের ভাই মেছের আলী রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তাদের নির্মাণাধিন ভবনের পিলারের সঙ্গে বেধে মেছের, তার ছেলে মাহিন, স্ত্রী হাজেরাসহ ৫/৬ জন মিলে চোর আখ্যা দিয়ে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। পিটানো অবস্থায় পারভেজ পানি চাইলে তার ওপর মারধরের মাত্রা আরো বেড়ে যায়। এক পর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। আমরা অনেক আকুতি মিনতি করেও তাদের হাত থেকে স্বামীকে রক্ষা করতে পারিনি। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, পারভেজ নামে এক যুবককে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত