
রংপুরের পীরগঞ্জে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সঙ্গে পীরগঞ্জের উপজেলা পর্যায়ের সুধীজনের সঙ্গে পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার পীরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা পপি খাতুনের সভাপতি অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবির, সিনিয়র মৎস্য কর্মকর্তা কাউসার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ললিতা পারভীন উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পি, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আদিবাসী নেতা লালটু, চেয়ারম্যান মাফিয়া আক্তার শিলা, নূর মোহাম্মদ মঞ্জু, এনসিপি নেতা মাসুম বিল্লাহ, পীরগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ, সাংবাদিক বাদল মিয়া, উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জিয়া উদ্দিন, শিক্ষক রফিকুল ইসলাম, পীরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন শর্মা, শহিদ সোহাগের পিতা রেজাউল ইসলাম, শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত নাহিদ হোসেন প্রমুখ।