ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময়

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে মতবিনিময়

নেত্রকোনার কেন্দুয়ায় নাগরিক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হল কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। সহযোগিতা করে স্বাবলম্বী উন্নয়ন সমিতি ও বাংলাদেশ হেলথ ওয়াচ। সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার। তিনি বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্য সচেতনতা ও স্বাস্থ্য অধিকার রক্ষাসংক্রান্ত যে উদ্যোগ ফোরাম গ্রহণ করছে, উপজেলা প্রশাসন সবসময় তার সঙ্গে থাকবে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মো. রইছ উদ্দিন মাস্টার। পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত