ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

রংপুরে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

রংপুরের পীরগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় মিজানুর রহমান নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার রংপুরের সিনিয়র দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডিত মিজানুর রহমান উপস্থিত ছিলেন। একই ঘটনায় সাক্ষীকে আহত করার দায়ে খাদেমুল ইসলামকে ছয় মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন আদালত। মামলার অন্য আসামিকে খালাস দেওয়া হয় এবং মামলার আরেক আসামি মাহফুজার রহমান মৃত্যুবরণ করায় তাকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১ এপ্রিল সকাল ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুরে জমিকে কেন্দ্র করে বিরোধের সূত্র ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মিজানুর রহমান চাইনিজ কুড়াল দিয়ে আব্দুল হালিম মিয়ার মাথায় আঘাত করেন, অন্য আসামি মাহফুজার রহমান লোহার রড দিয়ে আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হালিমের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই আ. রহিম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত