ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

কুড়িগ্রামে নাগরিক সংলাপ

কুড়িগ্রামে নাগরিক সংলাপ

আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে নারী ও যুবকদের কার্যকর অংশগ্রহণ এবং নেতৃত্ব বিকাশের দাবিতে কুড়িগ্রামে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা পরিষদ হল রুমে উদয়াঙ্কুর সেবা সংস্থার উদ্যোগে ইউরোপীয়ান ইউনিয়ন ও একশন এইড বাংলাদেশের সুশীল প্রকল্পের আওতায় এই সংলাপটি অনুষ্ঠিত হয়। সংলাপের শুরুতে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি জেলা পরিষদ থেকে শুরু হয়ে শাপলা চত্বর ঘুরে পুনরায় জেলা পরিষদে এসে শেষ হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শফিকুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ূন কবির, জেলা সহকারী নির্বাচন অফিসার সালমা খাতুন, কুড়িগ্রাম হাবের সাধারণ সম্পাদক এম রশিদ কুড়িগ্রামে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি সংলাপ, উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলা হাবের সভাপতি সাইদা ইয়াছমিন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত