
প্রায় তিন বছর পর বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলীয় কার্যক্রমে ফিরলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও গাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক আকরাম হোসেন। দলীয় সূত্র জানায়, আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর আকরাম হোসেনকে বহিষ্কার করে বিএনপি। গতকাল বুধবার দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পুনরায় দলে ফিরিয়ে আনা হয়। আকরাম হোসেন বিএনপির রাজনীতিতে তার দীর্ঘদিনের সক্রিয় অবদান, নেতাকর্মীদের দাবি ও দলের প্রতি তার নিষ্ঠা বিবেচনায় তাকে পুনরায় দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলীয় সূত্র। এতে তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও স্বস্তি ফিরেছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আকরাম হোসেন বলেন, বিএনপি আমার রাজনৈতিক জন্মস্থান। দল আমাকে আবার গ্রহণ করায় আমি কৃতজ্ঞ।