ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

টুকরো খবর

বিএনপির চার মনোনয়ন প্রত্যাশী একমঞ্চে

বিএনপির চার মনোনয়ন প্রত্যাশী একমঞ্চে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই প্রথম বহু বছর পর দলীয় কোন্দল মিটিয়ে বিভক্ত বিএনপির সব নেতাকর্মী একমঞ্চে সমবেত হয়েছিল। ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী চার কেন্দ্রীয় নেতা ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা দেন ধানের শীষের প্রার্থী যেই হোক তারা তার পক্ষেই কাজ করবে। গতকাল বুধবার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মওলাগঞ্জ মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন চার মনোনয়ন প্রত্যাশী। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি একেএম মুছার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপির উপদেষ্টা এমএ খালেক পিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির ৩ সদস্য যথাক্রমে সাবেক এমপি এমএ খালেক পিএসসি, অ্যাডভোকেট রফিক শিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মেজর (অব.) সাইদুর রহমান, ইঞ্জিনিয়ার দবির উদ্দিন, জেলা বিএনপির সদস্য ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা, জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লা আল মহসিন, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ম ইলিয়াস, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ফরিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা লিটন সরকার, ভিপি মজিব, জালাল উদ্দিন বাদল প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত