
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। গতকাল বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার মাদারগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে মেডিসিন, সার্জারি, দন্ত, ইউরোলজি, হার্ট, স্ত্রী রোগসহ বিভিন্ন রোগের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পটি পরচিালনা করেন ডা. সিরাজুল ইসলাম মন্ডল লাবু। এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।