
বরগুনার বেতাগী উপজেলার শরিষামুড়ি ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালতের বিচারক। দণ্ডিত মহাসিন কাজী বরগুনা জেলার বেতাগী উপজেলার সরিষামুড়ি ইউনিয়নের সরিষামুড়ি গ্রামের মৃত আইউব আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা দায়রা জজ লায়লাতুল ফেরদৌস চাঞ্চল্যকর ধর্ষণ মামলার রায় প্রদান করেন। রায় চলাকালীন সময় আসামি আদালতে উপস্থিত ছিল।
আদালত সূত্রে জানা গেছে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টার দিকে মক্তবে যাওয়ার সময় ভিকটিমকে রাস্তায় একা পেয়ে ধর্ষক মহসিন কাজী ভয়ভীতি দেখিয়ে গলায় চাকু ধরে খালের পাশে ঝোপঝাড়ের মধ্যে নিয়ে কলাপাতা বিছিয়ে ধর্ষণ করে। এ ঘটনার পর ভিকটিম বাড়িতে গিয়ে তার মাকে বললে তিনি মহসিন কাজীর বিরুদ্ধে বেতাগী থানায় মামলা করেন।