
দেশের ব্যস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলন্ত ফেরিতে জুয়া খেলার সময় পেশাদার জুয়াড়ি চক্রের তিন সদস্যকে আটক করেছে নৌপুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়ার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিষয়টি জানান দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ওসি ত্রিনাথ সাহা। আটকরা হলেন- গোয়ালন্দ উপজেলার বাহিরচর গ্রামের মৃত ওহেদ ফকিরের ছেলে বাবু ফকির, উত্তর দৌলতদিয়া এলাকার মৃত তারক আলী মণ্ডলের ছেলে হাসান মণ্ডল, ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল ফকিরের ছেলে তারা ফকির।