
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই দিন সকাল ৬টায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব জানিয়েছেন। দিলীপ বলেন, এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এটি এ মৌসুমেরও শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রা নিচের দিকেই থাকতে পারে। এদিকে তাপমাত্রা কম থাকলেও শ্রীমঙ্গলে সকাল ৭টার পরে থেকে সূর্যের দেখা মিলেছে; ঝলমলে রোদ উষ্ণতা ছড়িয়েছে।