ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভূমিকম্পে নারায়ণগঞ্জের ক্ষতিগ্রস্ত ছয় ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

ভূমিকম্পে নারায়ণগঞ্জের ক্ষতিগ্রস্ত ছয় ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা

গত ২১ নভেম্বর সারা দেশে ৫ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ভবন পরিদর্শন করেছে রাজউক। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন অব বাংলাদেশ ও রাজউকের বিশেষজ্ঞ প্রকৌশলীরাসহ একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভবনগুলো পরিদর্শন করেন। এসময় ভূমিকম্পে হেলে পড়া তিনটি ভবনসহ ছয়টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে প্রতিটি ভবনে সাইনবোর্ড টানিয়ে দেন তারা। একই সঙ্গে বাসিন্দাদের সরিয়ে ভবনগুলো দ্রুত খালি করতে বাড়ির মালিকদের নির্দেশ দেন প্রতিনিধি দলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইআইবি)-এর ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এ টি এম তানভীরুল হাসান তমাল সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্ত তিনটি ভবন আমরা ঘুরে দেখলাম। প্রতিটি ভবনের ক্ষতিগ্রস্তের ধরন একই রকম। আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে সয়েল সেটেলমেন্টের জন্য টল্টিং হয়েছে। তবে ভেতরে স্ট্রাকচার কোন ক্র্যাক আমরা দেখিনি। ফাউন্ডেশন অপ্রতুলতার কারণে এটা হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের অভিজ্ঞতায় মনে হয়েছে, ভবনগুলো নির্মাণের সময় ফাউন্ডেশন, বেজমেন্ট ও পায়লিং দুর্বল থাকায় ভূমিকম্পে হেলে পড়ে ক্ষতিগ্রস্ত ও ভেতরে ফাটল সৃষ্টি হয়েছে। আরও গভীর পায়লিং করা উচিত ছিল। কিন্তু সেটা করা হয়নি। তাই পায়লিংয়ের নিচের যেসব স্থানগুলো দুর্বল ছিল সেসব স্থান হেলে কাত হয়ে পড়েছে। আমরা ম্যাজারমেন্ট করে রিপোর্ট আকারে রাজউককে জানিয়ে দেব। রাজউক ও মিনিস্ট্রির পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া যায়, সে ব্যাপারে রিপোর্ট দিয়ে রাজউককে আমরা সহযোগিতা করব।

রাজউক নারায়ণগঞ্জ জোন-৮ এর অথোরাইজড অফিসার প্রকৌশলী রংগন মন্ডল বলেন, ঝুঁকিপূর্ণ ছয়টি ভবনকে পরবর্তীতে বুয়েট সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা করবেন। যতক্ষণ পর্যন্ত নিরাপদ বলে বিবেচিত না হবে, আমরা সেইফ রিপোর্ট না পাব, সে পর্যন্ত ভবনগুলো ব্যবহার করা যাবে না।

ভবনগুলো খালি করা হলে পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে। সে পর্যন্ত ভবনগুলো ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী ভবনগুলোর বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত