
বরগুনার পাথরঘাটায় গোপন সংবাদেরভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে প্রায় ৩ কেজি হরিণের মাংস ও দুটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। গত বুধবার রাত ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা হরিণঘাটা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে হরিণ শিকারিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব না হলেও ঘটনাস্থল থেকে জব্দ করা হয় হরিণের মাংস ও চামড়া। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট আবুল কাশেম জানান, জব্দ মাংস ও চামড়া পরবর্তী আইনানুগ পদক্ষেপের জন্য পাথরঘাটা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।