ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শতরঞ্জি শিল্পের উন্নয়ন ও বিপণনে সেমিনার

শতরঞ্জি শিল্পের উন্নয়ন ও বিপণনে সেমিনার

রংপুরে ‘জিআই পণ্য শতরঞ্জি শিল্পের উন্নয়ন ও বিপণনে করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। বিসিকের রংপুর জেলা কার্যালয় এই অনুষ্ঠান আয়োজন করে। প্রধান অতিথির বক্তৃতায় বিসিক চেয়ারম্যান বলেন, বাংলাদেশের শিল্পখাতের একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হলো ক্ষুদ্র ও কুটির শিল্প, যার সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্যের গভীর সংযোগ রয়েছে।

তিনি বলেন, কোনো পণ্য জিআই স্বীকৃতি অর্জন করলে সংশ্লিষ্ট অঞ্চলের পরিচিতি ও মর্যাদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। শতরঞ্জির জিআই স্বীকৃতি প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু জিআই পণ্যই নয়, রংপুর জেলার একটি গুরুত্বপূর্ণ ব্র্যান্ড পরিচয়ও বটে। তিনি আরও বলেন, কোনো পণ্যের বিস্তারে কার্যকর প্রচারের বিকল্প নেই। দেশ-বিদেশে শতরঞ্জির ক্রমবর্ধমান চাহিদা ধরে রাখতে এবং তা আরও সম্প্রসারণে প্রতিষ্ঠিত মান ও গুণগত উৎকর্ষ বজায় রাখা অত্যন্ত জরুরি। বিশ্ব বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে, নতুন প্রযুক্তি ও কলা-কৌশল প্রয়োগের মাধ্যমে বৈচিত্রময় পণ্য উৎপাদনে তিনি সংশ্লিষ্টদের আহ্বান জানান।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে উদ্যোক্তারা দক্ষ নকশাকার, শতরঞ্জি তৈরির কাঁচামালে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকরণ, কেন্দ্রীয় বিক্রয়কেন্দ্র স্থাপন, ঋণপ্রদান সহজীকরণ, উদ্যোক্তাদের পর্যাপ্ত প্রশিক্ষণ প্রদান প্রভৃতি বিষয়ে মতামত ব্যক্ত করেন। সেমিনারের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহজালাল। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ক্ষুদ্র উদ্যোক্তা ও সাংবাকিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত